মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় এবার এক ইঞ্চি জমিতেও আমন ধানের চাষ হয়নি। স্মরণকালের ভয়াবহতম দীর্ঘ সময়ের বন্যার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা গত কয়েক যুগেও ঘটেনি। এমন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন কৃষক জানিয়েছেন।
ফলে, ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায়, খাদ্য ঘাটতি মারাত্মকভাবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণত এ সময়ে কৃষকরা মাঠে মাঠে ধান কাটা ও ধান মাড়াই নিয়ে ব্যস্ত থাকলেও, এবারে তারা পুরোপুরি বেকার সময় পার করছেন। এর ফলস্বরূপ, সেনবাগ উপজেলার কোথাও নবান্নের উৎসব অনুষ্ঠিত হচ্ছে না।
এ বছর সেনবাগ উপজেলার কৃষকদের প্রধান ফসল ছিল আমন ধান। সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক মোহাম্মদ রফিক বলেন, তিনি এক একর জমিতে আমন ধান চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সঠিক সময়ে জমিতে চাষও দেওয়া হয়েছিল এবং বীজতলা তৈরি করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়ের বন্যা ও জলাবদ্ধতার কারণে বীজতলা নষ্ট হয়ে যায়, ফলে ১ ইঞ্চি জমিতেও আমন চাষাবাদ করা সম্ভব হয়নি। একই রকম অবস্থা হয়েছে আরও অসংখ্য কৃষকের।
আরও পড়ুনঃ মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভায় মোট ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কারণে, এই জমিগুলোতে আমন ধান চাষ করা সম্ভব হয়নি। যার ফলে সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি এবং এক মুঠো চালও উৎপাদন সম্ভব হয়নি।
প্রিন্ট