কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্লেড দিয়ে গলা কেটে পালিয়েছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায়। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। আহত ব্যাক্তির নাম মঈনুদ্দিন। সে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের নুর ইসলামের পুত্র।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে উপজেলার পাথরডুবি ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর কন্যা সোমা খাতুন(২১) এর সাথে মঈনুদ্দিনের (৩২) এর বিয়ে হয়। বিয়ের ১ বছর পর সে সিঙ্গাপুর চলে যায়।
এদিকে স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়িয়ে যায় স্ত্রী সোমা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি বলে জানা গেছে। গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হত।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যায়। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সাথে ঝগড়া বাধায় সোমা। ঝগড়ার এক পর্যায় দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় নতুন ব্লেড দিয়ে সোমা তার স্বামীর গলা কেটে দেয় । পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনক উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আরও পড়ুনঃ নাগরপুরে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের সাথে সাবেক ডি আই জি মো. রফিকুল ইসলামের মতবিনিময় সভা
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি জানান, “ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত স্ত্রীকে আইনের আওতায় আনা হবে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর।”
প্রিন্ট