রাজবাড়ী জেলার পাংশায় পৃথক দু’টি ধর্ষণ মামলার আসামী সবুর প্রামানিক অরফে সবুজ প্রামানিক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ২৬ জুন রাতে উপজেলার কলিমহর ইউপির প্রাণপুর নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত সবুজ প্রামানিক প্রাণপুর গ্রামের মৃত বিল্লাল প্রামানিক অরফে ভোলাই প্রামানিকের ছেলে। প্রতারণাসহ নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত সে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার অফিসার ইনজার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই জুয়েল রানাসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আসামী সবুজ প্রামানিকের বিরুদ্ধে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-০৩) ৯(১) ধারায় পৃথক দু’টি মামলা রয়েছে। মামলা নং ১০ ও ১১, তারিখ ২০/০৬/২০২১ খ্রি.। গ্রেফতারকৃত আসামী সবুজ প্রামানিককে রবিবার ২৭ জুন রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, সবুজ প্রামানিক একজন প্রতারক। সে প্রতারণার ফাঁদে ফেলে মানুষের ক্ষতি করত। সম্প্রতি কথিত জিনের বাদশা পরিচয়ে দুইজন স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এবং ভিকটিমের পরিবার জিনের বাদশা নামধারী প্রতারক সবুজ প্রামানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ধর্ষণ মামলার আসামী সবুজ প্রামানিকের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পাংশায় শনিবার রাতে পৃথক দু’টি ধর্ষণ মামলার আসামী সবুজ প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রিন্ট