রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা ও “সন্তানদের ভবিষ্যৎ জীবনে সফল হতে করণীয়” নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে প্রাকীর্তি ফাউন্ডেশনের আয়োজনে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় একই সাথে ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। শিক্ষাবৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস ইকবালের সভাপতিত্বে, পরীক্ষা চলাকালীন সময়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজের সভাপতি, পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ। তিনি শিক্ষা বৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ শেষে, সন্তানদের ভালো মানুষ ও সফলতা অর্জনে পিতামাতার ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীন ভ্যালি পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরিয়া পারভীন, পার্কের চেয়ারম্যান আর্জুমান্দ বানু পুস্প, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমিনুল হক টমি, আনোয়ারুল হক, সুলতানুজ্জামান টিপু, আরিফুল ইসলাম, তৌফিক সারোয়ার চপল, গোলাম সারোয়ার মিলন, লালপুর পাবলিক লাইব্রেরির সাবেক সহ-সভাপতি ওয়ালিউল ইসলাম কিরণ প্রমুখ।
আরও পড়ুনঃ রাজশাহীতে ভূমি সেবা ব্যাহত, সরকার রাজস্ব বঞ্চিত
উল্লেখ্য, এ বছর উপজেলার ৭৪টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল থেকে ৪৭৫ জন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রিন্ট