ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া মধ্যপাড়া গ্রামে মাদকবিরোধী একটি বিশেষ অভিযানে ২০০ বোতল ফেনসিডিলসহ রুবিনা খাতুন (৩৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরে রুবিনার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, রুবিনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আরও পড়ুনঃ রহনপুর ট্রানজিট পরিদর্শনে নেপাল দূতাবাস
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, মিরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট