মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমগীর আলোকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে থানা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক রাজনৈতিক মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত শাহরিয়ার আলমগীর আলোর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাছাড়া- তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগও রয়েছে।
মামলা এবং এ সব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রিন্ট