রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি ভেল্লাবাড়িয়া বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা গোলাম কিবরিয়া, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজগর।
এসময় বক্তারা যুবদলের নেতা মাসুমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং ২৪ ঘন্টার মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মেম্বর, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের নেতা মান্নাফ আলী প্রমুখ।
উল্লেখ্য, রবিবার (৮ ডিসেম্বর) যুবদল নেতা মাসুম তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২ টার দিকে মাসুম ভেল্লাবাড়িয়া বাজারে আয়ান ট্রেডার্সে অবস্থান করছিলেন। এ সময় ১৫/১৬ জন সন্ত্রাসী হঠাৎ উপস্থিত হয়ে মাসুমকে পিস্তল ও চাকু তাক করে তার নিকট থেকে ২ লক্ষ্ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে মারপিট করে। এ সময় স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হলে তারা দ্রুত চাঁদা পরিশোধের দাবি করে ঘটনা স্থল ত্যাগ করে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট