সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতার মুক্ত বিশ্ব গড়ি এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা : রাকিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাহার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর উপজেলার ৫ নারীকে জয়ীতা ঘোষণা করা হয়। এ বছরের জয়ীতারা হলো মোছা: নাদিয়া খাতুন, রেশমা খাতুন,মুসলিমা খাতুন, চায়না বেগম ও রোকেয়া। সভায় উপজেলার ৫ জয়ীতার হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রিন্ট