ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কুষ্টিয়ার ৭ বিয়ে করা প্রতারক রবিজুল গ্রেপ্তার: লিবিয়ায় মানবপাচার ও কোটি টাকার প্রতারণা Logo চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে ভারতে গিয়ে যুবক নিখোঁজ Logo কুষ্টিয়ায় বিয়ে বাড়িতে ডাকাত দলের হানা, স্বর্ণালংকার ও টাকা লুট Logo বেনাপোল পেট্রাপোল বন্দরে মাসিক বাণিজ্য বৈঠক দীর্ঘ ১১ মাস বন্ধঃ আমদানি-রফতানি কমে অর্ধেকে Logo রূপগঞ্জে জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল Logo মহম্মদপুরে অগ্নিকান্ডে কৃষক রমজান অলীর স্বপ্ন পুড়ে ছাই! Logo আলফাডাঙ্গার কৃষক লীগের আহ্বায়ক আলমগীর মোল্যা গ্রেপ্তার Logo মধুখালীতে হরতালের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo ফরিদপুরের করিমপুরে জব্দকৃত বাসে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফরিদপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফরিদপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক রতন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়সহ ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, “আমরা দুর্নীতির বিরুদ্ধে শপথ নেবো। দুর্নীতিতে না বলি এবং কাউকে দুর্নীতি করতে উৎসাহিত না করি। পরিবার ও সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে, দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবো এবং সেবা নিবো, সেবা দিবার জন্য কোনো প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিবো না।”

 

বক্তারা আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে যে আইন রয়েছে, তা কঠোরভাবে কার্যকর করতে হবে। প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতির প্রতিরোধে আমরা অগ্রসর হতে পারি। উন্নত বিশ্বে যারা দুর্নীতি মুক্ত হয়েছে, তারা প্রযুক্তি ব্যবহার করে সফলতা অর্জন করেছে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে এবং এর চর্চা করতে হবে। তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে কাজে লাগাতে হবে।”

 

আরও পড়ুনঃ আজ কুমারখালী মুক্ত দিবস

 

বক্তারা বলেন, “দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, এটি একটি পাপ। দুর্নীতি দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নষ্ট করে দেয়। এর প্রতিরোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

ফরিদপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট টাইম : ১২:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফরিদপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক রতন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়সহ ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, “আমরা দুর্নীতির বিরুদ্ধে শপথ নেবো। দুর্নীতিতে না বলি এবং কাউকে দুর্নীতি করতে উৎসাহিত না করি। পরিবার ও সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে, দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবো এবং সেবা নিবো, সেবা দিবার জন্য কোনো প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিবো না।”

 

বক্তারা আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে যে আইন রয়েছে, তা কঠোরভাবে কার্যকর করতে হবে। প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতির প্রতিরোধে আমরা অগ্রসর হতে পারি। উন্নত বিশ্বে যারা দুর্নীতি মুক্ত হয়েছে, তারা প্রযুক্তি ব্যবহার করে সফলতা অর্জন করেছে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে এবং এর চর্চা করতে হবে। তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে কাজে লাগাতে হবে।”

 

আরও পড়ুনঃ আজ কুমারখালী মুক্ত দিবস

 

বক্তারা বলেন, “দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, এটি একটি পাপ। দুর্নীতি দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নষ্ট করে দেয়। এর প্রতিরোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”


প্রিন্ট