আজকের তারিখ : জানুয়ারী ১৯, ২০২৫, ১:৩১ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৯, ২০২৪, ১২:১৯ পি.এম
ফরিদপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ফরিদপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফরিদপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক রতন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়সহ ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, “আমরা দুর্নীতির বিরুদ্ধে শপথ নেবো। দুর্নীতিতে না বলি এবং কাউকে দুর্নীতি করতে উৎসাহিত না করি। পরিবার ও সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত যে, দুর্নীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হবো এবং সেবা নিবো, সেবা দিবার জন্য কোনো প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিবো না।”
বক্তারা আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে যে আইন রয়েছে, তা কঠোরভাবে কার্যকর করতে হবে। প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতির প্রতিরোধে আমরা অগ্রসর হতে পারি। উন্নত বিশ্বে যারা দুর্নীতি মুক্ত হয়েছে, তারা প্রযুক্তি ব্যবহার করে সফলতা অর্জন করেছে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে এবং এর চর্চা করতে হবে। তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে কাজে লাগাতে হবে।”
আরও পড়ুনঃ আজ কুমারখালী মুক্ত দিবস
বক্তারা বলেন, “দুর্নীতি একটি সামাজিক ব্যাধি, এটি একটি পাপ। দুর্নীতি দেশের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নষ্ট করে দেয়। এর প্রতিরোধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha