মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ১৫-২০ জন এবং ভাঙচুর হয়েছে গাড়ি ও মোটরসাইকেল। আজ (৭ ডিসেম্বর) শনিবার দুপুরে উপজেলার চালাকচর বাজারে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন নেতা-কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন। এ সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা-কর্মীরা বাধা দেয়। বাধা দেওয়া কে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষ শুরু হয়।
দুপুর পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫-২০ জন আহত হয়েছেন। জয়নুল আবেদীনের গাড়িসহ কয়েকটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
প্রিন্ট