ইনামুল খোন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে
মধুখালী উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেলের সাথে মধুখালী উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় ইউএনও’র অফিস কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মধুখালী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি (আমার সংবাদ) পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক (দৈনিক নাগরিক বার্তা) পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইনামুল খন্দকার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল ইসলাম সাগর, প্রতিষ্ঠাতা সদস্য মোর্শেদ নছর টিটো, সহ-সভাপতি (দৈনিক চিত্র পত্রিকা) রাকিবুল ইসলাম মিঠু, সহ-সভাপতি (দৈনিক পল্লব পত্রিকা) ওহিদুজ্জামান অহিদ, সাংগঠনিক সম্পাদক (দৈনিক জনবানী) উত্তম কুমার বকশী, সহ-সভাপতি (দৈনিক সিকিউরিটি বার্তা) রিহাদ মোল্লা, অর্থ সম্পাদক মাহফুজ রহমান জাফর, প্রচার সম্পাদক আল ইহসান প্রতিনিধি ইমন শরীফ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, সহ-সাংগঠনিক সম্পাদক আবির হোসেন সিয়াম, সহ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন, নির্বাহী সদস্য আকরাম খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে তিনজনকে কুপিয়ে জখম
সভায় ইউএনও মোঃ আবু রাসেল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং উপজেলায় উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন।
প্রিন্ট