মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সহযোগিতায় ভোক্তা অধিদপ্তরের অফিসার মামুনুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এক অভিযান পরিচালনা করেন।
অভিযানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, চালান কপিতে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ছয় ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
এ সময় সেনাবাহিনী ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, প্যাকেজিং খাবারে মেয়াদকাল প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ প্রদান করেন। এই অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প।
প্রিন্ট