রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের শুভ উদ্বোধন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার মোহরকয়া ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় চত্তরে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার ড. ইফতেখার রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিমানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আমির আহমেদ মুস্তাফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি মিসেস সেলিনা মুস্তফা। বক্তারা বলেন, উত্তরবঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর সংখ্যা তুলনামূলক বেশি কিন্তু এই এলাকায় স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ না থাকায় অনেক অর্থ খরচ করে ঢাকায় গিয়ে প্রশিক্ষণ নিতে হতো অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকদের। আমরা সবাই মিলে চেষ্টা করে এই কলেজটি প্রতিষ্ঠায় সহায়তা করছি।
আপনারা এলাকার সবাই মিলে সহযোগিতা করবেন। আমরা মান সম্মত শিক্ষা প্রদান করে অত্র অঞ্চলের স্পেশাল শিশুদের সমাজের মূল ধারায় যুক্ত করতে চেষ্টা করবো। আশা করি এই কলেজ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে সুনাম অর্জন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্টের ডিরেক্টর মিসেস সোনিয়া হাসান, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদউজ্জামান সরকার, অভিভাবক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রিন্ট