মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পিতা বাকশাল প্রতিষ্ঠা করে এদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বলেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিল।
শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের মুন্সিবাজার মোড়ে এক মত বিনিময় সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা দেশেকে অস্থিতিশীল করতে এখনও নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
ফরিদপুর জেলা যুবদল এর সহ- কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল হক টুটুল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মো. আলী মোল্লা চান্দা ডাক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক দেলাওয়ার হোসেন দিদার, যুবদল নেতা সরোয়ার কাজী, ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল প্রমুখ।
প্রিন্ট