এস এম রুবেল, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের বোয়ালমারীতে সশস্ত্র দিবস উদযাপন করা হয়েছে। ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের বোয়ালমারী উপজেলা পৌরসভা কমিটির আয়োজনে এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বৃহস্পতিবার (২১.১১.২৪) সকাল এগারোটায় থানা রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ আমীর আলীর (অবঃ) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ইমরান।
সার্জেন্ট জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত (কর্পোঃ) হাজী মো. সাইদুর রহমান, ওয়ারেন্ট অফিসার আব্দুল বারী মুন্সী, ওয়ারেন্ট অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, কর্পোঃ (ক্লার্ক) খন্দকার জালাল উদ্দিন।
আরও পড়ুনঃ টাকা ছাড়াই পুলিশে চাকরি, আবেগাপ্লুত সবাই
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উপদেষ্টা সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আবদুর রাজ্জাক (অবঃ), ওয়ারেন্ট অফিসার মোঃ সাইফার রহমান (অব:), ডেসওয়ার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইলিয়াস হোসেন শেখ (অব:), সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. নুর ইসলাম মোল্লা (অব), সদস্য সার্জেন্ট মো: শহিদুল ইসলাম আলম (অব), মো: জালাল উদ্দীন, পৌরসভাপতি ল্যান্স কার্পোরাল মো: আলী রেজা মিয়া (অব:) সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. জাহাঙ্গীর হোসেন (অব:)। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যবৃন্দ।
প্রিন্ট