ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে পৌর সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া।
২০২১-২০২২ অর্থ বছরের জন্য মোট ১১০ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৬৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে রাজস্ব আয় ৫ কোটি ৬৫ লাখ ৪০ হাজার, রাজস্ব আয়ের প্রারম্ভিক জের ২৭ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা। উন্নয়ন আয় ১০৪ কোটি ৬৯ লাখ, উন্নয়ন আয়ের প্রারম্ভিক জের ৯৮ হাজার ১৯৩ টাকা ।বাজেটের বিস্তারিত বিষয়গুলি উপস্থাপন করেন পৌরসভার সচিব মো. ইকরাম উল্লাহ চৌধুরী।
নবনির্বাচিত পৌর মেয়র সেলিম রেজার এটিই প্রথম বাজেট। করোনা ভাইরাসের কারণে বাজেট অনুষ্ঠান সীমিত করা হয়েছে বলে জানা গেছে। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর মিনাজুর রহমান, শেখ আজিজুল হক, বিপ্লব মিয়া, আ. সামাদ খান প্রমুখ। এছাড়া কাউন্সিলরবৃন্দসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আলী আকবর আলী।
এ সময় পৌর মেয়র সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে উদ্ভূত প্রতিকূল অবস্থাকে বিবেচনায় রেখে জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রাধান্য দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে বোয়ালমারী পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে পরিণত হবে’।
এছাড়া করোনা পরিস্থতিতে পূর্ব ঘোষিত কর্মসূচিসমূহ অব্যাহত রেখে যানজট নিরসন ও পরিষ্কার-পরিচ্ছন্ন শহর নির্মাণ এবং বৈশ্বিক মহামারি করোনা প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ চলমান থাকবে বলে জানান।
প্রিন্ট