বোরহান আনিস, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমীর সভা কক্ষে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে নগরকান্দা ব্লাড ডোনার ক্লাব।
অসহায় দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ১০ জন ডাক্তার উপস্থিত হয়ে প্রায় দুই হাজার অসহায় রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন । নগরকান্দা ব্লাড ডোনার ক্লাব প্রতিবছর উপজেলার বিভিন্ন এলাকায় এ উদ্যোগ আয়োজন করেন।
- আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে উৎপাদিত বীজ বাজারজাত
নগরকান্দা ব্লাড ডোনার ক্লাবের সভাপতি আসলাম নাহিদ বলেন, আমাদের এই সংগঠনটি প্রতিবছর অসহায় দুস্থ মানুষের মানবতার সেবায় নিয়োজিত থাকে। তারই ধারাবাহিকতায় আজকে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে সেবা ও ঔষধ বিতরণ করেছি।
প্রিন্ট