রাজশাহীর তানোরে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব বিস্তার করে প্রায় ১৭ বছর ধরে ৫৩ শতক ফসলী জমি জবরদখলে রেখেছে ভুমিগ্রাসী চক্র। এতে ১৭;বছর নায্য হিস্যা থেকে বঞ্চিত থেকে একটি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে।
এ ঘটনায় গত ১৩ নভেম্বর বুধবার গাগরন্দ চকপাড়া গ্রামের মোহাম্মদ আলী বাদী হয়ে সইপাড়া গ্রামের মৃত জান বক্সশোর পুত্র ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে প্রধান করে ৪ জনের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।ভুমিগ্রাসীদের শাস্তির দাবিতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে বলা হয়েছে, তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১১১, মৌজা গাগরন্দ, প্রস্তাবিত খতিয়ান নম্বর ৫৮৬, দাগ নম্বর ৩৪০, শ্রেণী ধানী, পরিমাণ ৫৩ শতক। উক্ত সম্পত্তির মালিক চাঁন্দুড়িয়া ইউপির গাগরন্দ চকপাড়া গ্রামের আনছার আলীর পুত্র মোহাম্মদ আলী। তাদের নামে খাজনা-খারিজ ও হাল সনের চেক রয়েছে। দেশ স্বাধীনের পর থেকে তারা এসব সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে।
কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব বিস্তার করে ভুমিগ্রাসী আব্দুল হান্নান, সেলিম রেজা (৫০), আব্দুল ওয়েস (৩৫) ও কায়েস (৩২) এসব জমি জোরপুর্বক দখল করে ১৭ বছর যাবত ফসল কেটে নিয়ে যাচ্ছে। বাদি জমিতে গেলে তাকে মেরে জমিতে পুঁতে রাখার হুমকি দিচ্ছে বিবাদী গং।
অথচ বাদি একজন অসহায় ব্যাক্তি তার কোন টাকা পয়সা ও লোকজন নাই, সে তার বোন ও দুলা ভাইয়ের পরিবারে বড় হয়েছেন। তিনি তার একমাত্র সম্বল ৫৩ শতক ফসলি জমির দখল না পেয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন। তিনি এবিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, অভিযোগ পাওয়া গেছে, এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট