“সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে…” স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে ‘ইয়ং সেন্টিমেন্ট ফর ক্লাইমেট চেঞ্জ’ ফরিদপুর শাখা। পরিবেশবাদী এ সংগঠনটি বিভিন্ন সময়ে নানা ধরণের কার্যক্রম বাস্তবায়ন করেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির ফরিদপুর শাখা পাঁচশত বৃক্ষরোপণ ও একশত পাখির বাসা তৈরির এ কার্যক্রম হাতে নেয়।
সোমবার (২১ ও ২২ শে জুন) সকাল ৯ টায় লালন গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘লালন আনন্দধাম’এ পরিবেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে কথা বলেন আনন্দধামের সভাপতি দীনেশ চন্দ্র রায়, কবি ও কথা সাহিত্যিক সৈয়দ জাহিদ হাসান, ‘ইয়ং সেন্টিমেন্ট ফর ক্লাইমেট চেঞ্জ’ এর প্রতিষ্ঠাতা সবুজ আহমেদ,সহ-প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ হাওলাদার। সংগঠনটির ফরিদপুর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।
এরপর সংগঠনটির সাধারণ সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে পুরো উপজেলায় বৃক্ষরোপণে উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় তারা স্কুল, মসজিদ, মন্দির, মাদ্রাসা, কমিউনিটি সেন্টারে ফুল, ফল, কাঠ ও ঔষধি গাছ রোপণ করেন।
এ সময় দীনেশ চন্দ্র রায় তার বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। সৈয়দ জাহিদ হাসান কথা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে।
ইয়ং সেন্টিমেন্ট ফর ক্লাইমেট চেঞ্জের প্রতিষ্ঠাতা মোঃসবুজ আহমেদ জানান,
মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে দুইদিনব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছি। বৃক্ষ রোপণের পাশাপাশি আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা মানুষের মাঝে তুলে ধরতে প্লাস্টিক পণ্য কমিয়ে আনতে এবং সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষকে এগিয়ে আসতে অনুরোধ করেন।
প্রিন্ট