কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করায় ৫ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২জুন) দুপুরে,জনসাধারণকে স্বাস্থ্যবিধি সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার শহরের কলেজ বাজার, মধ্যবাজার, বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং স্বাস্থ্যবিধি অমান্য করলে ৫জনকে প্রায় সাত হাজার টাকা জরিমানা আদায় করেন।
এই সময় অভিযানে ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু , ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ভেড়ামারা) ইয়াছির আরাফাত।
প্রিন্ট