রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯টায় উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদসহ দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
বিকেল ৪টায় বিএনপির অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়, যেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ। সভাটি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদের মোল্লা মাস্টার, উপজেলা বিএনপির সদস্য শামসুজ্জোহা আক্তার শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মির্জা শওকত, আব্দুর রহিম ও নাহিদ পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফ সরকার, মেহেদী হাসান টুটন ও লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব জাকারিয়া মন্ডল, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হকসহ অনেক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে দলকে গতিশীল করতে এবং আগামী দিনে সুন্দর রাজনীতি পরিচালনার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। সভায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা একত্রিত হয়ে দলের জন্য নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
প্রিন্ট