ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

তানোরের বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

-ছবিঃ প্রতীকী।

রাজশাহীর তানোর উপজেলার বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এই কমিটি নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে বলা হয়, গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিল্লী বাজার বণিক সমিতির সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বণিক সমিতির নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়। একাধিক ব্যবসায়ী সভাপতি পদের জন্য প্রার্থী ঘোষণা করেন। এ সময় সভাপতি পদপ্রার্থী আব্দুল মালেক এবং আফসারুজ্জামান বাবু প্রস্তাব করেন যে, প্রথমে বণিক সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হোক, তারপর নির্বাচন মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক।

 

তবে তাদের প্রস্তাবে সভায় বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং একপর্যায়ে আব্দুল মালেক ও আফসারুজ্জামান বাবু তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তারা পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব দিয়ে সভাস্থল ত্যাগ করেন।

 

এরপর, আবুল কাশেমের পুত্র সেকেন্দার আলী তার অনুগত ও বহিরাগত লোকজন নিয়ে ভোটের মাধ্যমে কমিটি গঠন করেন। তারা ভুয়া ভোট প্রদানের মাধ্যমে সেকেন্দার আলীকে সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সম্পাদক ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়লে বাজারের সাধারণ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

 

লিখিত অভিযোগে ব্যবসায়ীরা জানান, “আমরা নিম্ন স্বাক্ষরকারী দোকান মালিকগণ এইভাবে গঠিত কমিটি এবং সভাপতি ও সম্পাদককে প্রত্যাখ্যান করি।” তারা দাবি করেন, কমিটি বাতিল করে তফসিল ঘোষণার মাধ্যমে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

অপরদিকে, সেকেন্দার আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “সভাপতি নিয়ে কোনো অভিযোগ নেই, তবে সম্পাদক নিয়ে কিছু অভিযোগ ছিল, সেটা আমরা মিমাংসা করে নিয়েছি। আগামীকাল মিমাংসাপত্র জমা দেওয়া হবে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরের বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এই কমিটি নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগে বলা হয়, গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) বিল্লী বাজার বণিক সমিতির সদস্যদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বণিক সমিতির নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়। একাধিক ব্যবসায়ী সভাপতি পদের জন্য প্রার্থী ঘোষণা করেন। এ সময় সভাপতি পদপ্রার্থী আব্দুল মালেক এবং আফসারুজ্জামান বাবু প্রস্তাব করেন যে, প্রথমে বণিক সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হোক, তারপর নির্বাচন মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক।

 

তবে তাদের প্রস্তাবে সভায় বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং একপর্যায়ে আব্দুল মালেক ও আফসারুজ্জামান বাবু তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তারা পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব দিয়ে সভাস্থল ত্যাগ করেন।

 

এরপর, আবুল কাশেমের পুত্র সেকেন্দার আলী তার অনুগত ও বহিরাগত লোকজন নিয়ে ভোটের মাধ্যমে কমিটি গঠন করেন। তারা ভুয়া ভোট প্রদানের মাধ্যমে সেকেন্দার আলীকে সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সম্পাদক ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়লে বাজারের সাধারণ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

 

লিখিত অভিযোগে ব্যবসায়ীরা জানান, “আমরা নিম্ন স্বাক্ষরকারী দোকান মালিকগণ এইভাবে গঠিত কমিটি এবং সভাপতি ও সম্পাদককে প্রত্যাখ্যান করি।” তারা দাবি করেন, কমিটি বাতিল করে তফসিল ঘোষণার মাধ্যমে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

অপরদিকে, সেকেন্দার আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “সভাপতি নিয়ে কোনো অভিযোগ নেই, তবে সম্পাদক নিয়ে কিছু অভিযোগ ছিল, সেটা আমরা মিমাংসা করে নিয়েছি। আগামীকাল মিমাংসাপত্র জমা দেওয়া হবে।”


প্রিন্ট