নাটোরের লালপুরে রেল লাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে রশিদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নারায়ণপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম উপজেলার জোতদৈবকি এলাকার মহাসিন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণপুর রেলগেট এলাকায় ট্রেনের লাইন ধরে ওই নারী হেটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
নিহতের দেবর হুনা জানান, রশিদা বেগম গতকাল নর্থ বেঙ্গল সুগার মিলস লি. সংলগ্ন বিষ্ণপুর ভাগ্নি (ভাইয়ের মেয়ে) সিমার বাড়িতে বেড়াতে যান। রবিবার সকালে তার মামী শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে ভাগ্নি সীমার বাড়ি থেকে রেললাইন ধরে উপজেলার নবীনগর গ্রামে আসছিলেন।
পথিমধ্যে গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেলগেটের নিকটে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রিন্ট