আজ (০২ নভেম্বর) দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও সমবায় পতাকা উত্তোলন এর মাধ্যমে উপজেলা হলরুমে অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা সমবায় অফিসার জনাব মাঝহারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর মোঃ আল কামাহ তমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার মুহিবুল ইসলাম এবং আরও উপস্হিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন ও সফল সমবায়ীগন।
আলোচনা শেষে সফল সমবায়ীদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
প্রিন্ট