মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ সকালে সারা বাংলাদেশের ন্যায় একযোগে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাতেও সংযুক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, ভেড়ামারা সার্কেলের এডিশনাল এসপি ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রমুখ সংযুক্ত অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত ছিলেন।
২য় পর্যায়ে ৫৩৩৪০ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। উল্লেখ্য, ভেড়ামারায় মোট ৫৫ পরিবারের মাঝে এই সরকারি সুবিধা প্রদান করা হয়।
প্রিন্ট