ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নোয়াখালীতে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি

নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাম জড়ানোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখা।

 

বুধবার (৩০ অক্টোবর) ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদ এবং সেক্রেটারি দাউদ ইসলাম যৌথভাবে এক বিবৃতি দেন। তারা বলেন, “মঙ্গলবার (২৯ অক্টোবর) বেগমগঞ্জের আমানউল্যাহপুরে সংঘটিত সংঘর্ষের সঙ্গে ছাত্রশিবিরের কোনো সদস্যের সম্পৃক্ততা নেই।”

 

বিবৃতিতে তারা আরও বলেন, “ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

 

ছাত্রশিবির নেতারা বলেন, “আমরা একটি সুসংগঠিত সংগঠন, যার শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে একতরফাভাবে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ করার জন্য মিডিয়া ও সকলকে অনুরোধ জানাচ্ছি।”

 

 

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যার পরিপ্রেক্ষিতে ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা এই প্রতিবাদ জানালো।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নোয়াখালীতে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিবৃতি

আপডেট টাইম : ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
মোঃ তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাম জড়ানোকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখা।

 

বুধবার (৩০ অক্টোবর) ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মশিউর রহমান ফাহাদ এবং সেক্রেটারি দাউদ ইসলাম যৌথভাবে এক বিবৃতি দেন। তারা বলেন, “মঙ্গলবার (২৯ অক্টোবর) বেগমগঞ্জের আমানউল্যাহপুরে সংঘটিত সংঘর্ষের সঙ্গে ছাত্রশিবিরের কোনো সদস্যের সম্পৃক্ততা নেই।”

 

বিবৃতিতে তারা আরও বলেন, “ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

 

ছাত্রশিবির নেতারা বলেন, “আমরা একটি সুসংগঠিত সংগঠন, যার শক্তিশালী সাংগঠনিক কাঠামো রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ উপস্থিত থাকা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে একতরফাভাবে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ করার জন্য মিডিয়া ও সকলকে অনুরোধ জানাচ্ছি।”

 

 

উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যার পরিপ্রেক্ষিতে ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা এই প্রতিবাদ জানালো।


প্রিন্ট