প্রতিষ্ঠিত হোক প্রতিবন্ধী ব্যক্তির সমঅশগ্রহণ, সমমর্যাদা, সমঅধিকার এবং প্রবেশগম্যতা্ এই স্লোগানে কমিউনিটি ডায়ালগ ও হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউএসএইড এর অর্থায়নে কমিউনিটি ডায়ালগ ও হেল্থ ক্যাম্পের আলোচনা সভায় শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল আলম সুজনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুযাডাঙ্গা জেলা লিগ্যাল এইড অফিসার ( সহকারী জজ) মোরশেদ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উদয় সমাজ উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক আাফরোজ সুলতানা মিষ্টি, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জেল হোসেন, শংকরচন্দ্র যুব মহিলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তাসলিমা সুলতানা, মোমিনপুর যুব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আহসান হাবিব, আলুকদিয়া যুব প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কোষাদাক্য রুহুল আমিন প্রমুখ।
ঐই সময় বক্তরা বলেন বিশেষ যত্ন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারলে তারাও দেশের দক্ষ মানবসম্পদে পরিণত হবে, হচ্ছেও। বাড়ানো দরকার সচেতনতা তাইলে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তি ও বয়স্করা এখনও যারা ভাতার আওতায় আসেনি তাদের ভাতার ব্যবস্থা করা সহ প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থার সৃষ্টির লক্ষে সরকারী বেসরকারী প্রশিক্ষণ প্রদানকারী, ঋণ প্রদানকারী ও অনুদান পাচ্ছেন।
তারা আরো বলেন, আমরা প্রথমে জেলা লিগ্যাল এইড এর সহযোগিতায় অভিযোগের মিমাংসার করতে চেষ্টা করা হয়, যদি মীমাংশা না হয় তখন আমরা উকিল নিয়োগ দিয়ে কোর্টের মাধ্যমে মামলা পরিচালনা করা হয়ে থাকে। এখানে আমরা একা কিছু পারবো না। তাই প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে আপনারা আমাদের কাছে আসবেন তখন আমরা আপনাদের সহায়তা দিবো।
এদিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় শহীদ সোহরাওয়ার্দ্দি স্মরণী বিদাপীঠ এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপী কনসালটেন্ট ডা. নুর আলম আকাশ সহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার একতা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস আলী। সহযোগীতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলেটর হামিদুল ইসলাম, অফিস সহকারী বিপুল হোসেন ও ভলেন্টিয়ার জান্নাতুল ফেরদৌস।
প্রিন্ট