জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক অসহায় দুস্থ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
রোববার (২৭ অক্টোবর) বালিয়াকান্দি উপজেলা যুবদলের দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় উপজেলা অডিটোরিয়ামে। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের চিকিৎসক ও ডা. তামান্না হোসেন মুক্তা এবং ডা. প্রেরণা রায়।
ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অসহায় দরিদ্র রোগীরা খুবই আনন্দিত। একাধিক রোগী অভিব্যক্তি প্রকাশ করে বলেন, তারা অনেকেই দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে তারা চিকিৎসা সেবা নিতে পারেন না। আজ খবর পেয়ে তারা অডিটোরিয়ামে ছুঁটে এসেছেন ডাক্তার দেখানোর জন্য। চিকিৎসক দেখার পর কিছু ওষুধও তারা বিনামূল্যে দিয়েছেন।
এর আগে বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও যুবদল নেতা আল রাহিন মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আবুল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুবদলের সভাপতি খো: রফিকুদ্দৌলা বাবলু, বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মীর মনিরুজ্জামান মনির, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সদর ইউনিয়নের সাবেক সম্পাদক মহসিন খান, নারুয়া ইউনিয়নের আহবায়ক মো: সৈয়দ আলী মাস্টার প্রমূখ।
প্রিন্ট