কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ২৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক আন্দোলনকারীর অভিভাবক। আহত আন্দোলনকারী রিয়াদের (১৬) পিতা আব্দুল কুদ্দুস গত ২৩ অক্টোবর বুধবার ভূরুঙ্গামারী থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ২২০ জনকে আসামী করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালিয়ে রিয়াদসহ কয়েকজন আন্দোলনকারীকে আহত করে এবং মিছিলে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাঙচুর করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের নেতাদের নাম। পুলিশ এই মামলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ আলী মুকুলসহ ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
মামলার বাদী আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। ভূরুঙ্গামারী থানার ওসি এসআই আশরাফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্ট