ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভূরুঙ্গামারীতে অসুস্থ চেয়ারম্যানসহ ২৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ২৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক আন্দোলনকারীর অভিভাবক। আহত আন্দোলনকারী রিয়াদের (১৬) পিতা আব্দুল কুদ্দুস গত ২৩ অক্টোবর বুধবার ভূরুঙ্গামারী থানায় এ মামলা দায়ের করেন।

 

মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ২২০ জনকে আসামী করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালিয়ে রিয়াদসহ কয়েকজন আন্দোলনকারীকে আহত করে এবং মিছিলে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাঙচুর করে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের নেতাদের নাম। পুলিশ এই মামলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ আলী মুকুলসহ ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

 

 

মামলার বাদী আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। ভূরুঙ্গামারী থানার ওসি এসআই আশরাফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে অসুস্থ চেয়ারম্যানসহ ২৭২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

আপডেট টাইম : ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ২৭২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক আন্দোলনকারীর অভিভাবক। আহত আন্দোলনকারী রিয়াদের (১৬) পিতা আব্দুল কুদ্দুস গত ২৩ অক্টোবর বুধবার ভূরুঙ্গামারী থানায় এ মামলা দায়ের করেন।

 

মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ২২০ জনকে আসামী করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে হামলা চালিয়ে রিয়াদসহ কয়েকজন আন্দোলনকারীকে আহত করে এবং মিছিলে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাঙচুর করে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের নেতাদের নাম। পুলিশ এই মামলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ আলী মুকুলসহ ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

 

 

মামলার বাদী আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। ভূরুঙ্গামারী থানার ওসি এসআই আশরাফুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট