ফরিদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা কমিটির উদ্যোগে আজ শুক্রবার শহরের কাঠপট্টি বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুসা। সঞ্চালনা করেন সিবিএর সাবেক সভাপতি মুক্তার শরীফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল খায়ের খাজা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক ফারুক হোসেন পিয়াল এবং ভাঙ্গা উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, “বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার শ্রমিকদের ওপর অত্যাচার চালাচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে এবং জেলে পাঠানো হচ্ছে।” তারা বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে একটি পরিবর্তিত পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন সাধারণ জনগণ কথা বলতে পারছে।”
সভায় অংশগ্রহণকারীরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান। তারা বলেন, “শ্রমিক দলকে সংঘটিত করতে হবে এবং যারা বিগত দিনে দলের জন্য অবদান রেখেছেন, তাদের গুরুত্ব দিতে হবে।” বক্তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া, সভার শুরুতে গত ১৫ বছরে শ্রমিক দলের নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল ও সমাবেশ সভাস্থলে উপস্থিত হয়।
প্রিন্ট