চুয়াডাঙ্গার জীবননগরের তেলবাহী ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে করে খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী রিলিফ ট্রেন।
এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী আব্দুল হানিফ।
২২ অক্টোবর, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার আনসারবাড়িয়া স্টেশনের ডাউন সিগন্যালের ১১ নম্বর পয়েন্টের কাছে পৌঁছালে ৮টি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তেলবাহী ট্রেনের ৮টি ট্যাঙ্কার লাইনচ্যুতির ফলে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন চুয়াডাঙ্গা স্টেশনে আটকা পড়ে আছে। অপরদিকে যশোর এবং ঝিনাইদহের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে সীমান্ত ও নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেন। এতে কয়েক শত যাত্রীর ভোগান্তিতে পড়েছেন।
এদিকে আনসারবাড়িয়া স্টেশনে সকাল ৬ টার দিকে রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। সকল প্রস্তুতি শেষ করে সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে রিলিফ ট্রেনটি।
উদ্ধার অভিযানে অংশ নেয়া রেল সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার দুপুর ২টা নাগাদ উদ্ধার কাজ শেষ হতে পারে। কারণ ট্যাঙ্কারগুলো শুধু লাইন চ্যুতিই হয়নি কিছুটা দূরে ছিটকে গেছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
প্রিন্ট