২৪’র ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের স্মরণে রাজবাড়ী জেলার পাংশা থেকে একটি সাহিত্য ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় লেখক-কবি-সাহিত্যিকগণ। এ লক্ষে গঠিত প্রস্তুতি কমিটির এক সভা সোমবার (২১ অক্টোবর) বিকালে স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ম্যাগাজিন প্রস্তুতি কমিটির আহবায়ক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমানের সভাপতিত্বে সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ ফিরোজ হায়দার, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. খালেদ জগলুল পাশা, কবি মো. এবাদত আলী সেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন বলেন, ইতোমধ্যে ৬জন লেখক তাদের স্বরচিত কবিতা জমা দিয়েছেন। কয়েকজন লেখককের সাথে যোগাযোগ করা হয়েছে তারাও খুব শীঘ্রই লেখা জমা দিবেন। আরো কয়েকজন গুণী লেখকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
সভায় অন্যান্যরা প্রকাশিতব্য ম্যাগাজিনের লেখা সংগ্রহের বিষয়ে গুণী লেখকদের সাথে সরাসরি যোগাযোগ করে লেখা সংগ্রহের গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. সহিদুর রহমান মানসম্মত লেখা সংগ্রহসহ গুণী লেখকদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রস্তুতি কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান।
প্রিন্ট