সোমবার বিকালে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন বলে সরকারপক্ষের আইনজীবী নওয়াব আলী মৃধা জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কানাইপুর লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শাহাজাহান বেপারীর ছেলে শাওন বেপারি, একই ইউনিয়নের করিমপুর উত্তরপাড়া এলাকার মো. শামীম মোল্লা এবং মো. আকমল মোল্লা।
যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নিহতের স্ত্রী রাশিদা বেগমকে (৬০)। মামলার রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাওন বেপারি অনুপস্থিত ছিলেন।
মামলার বরাতে আইনজীবী বলেন, শাহজাহান বেপারি ১৭ বছর মালয়েশিয়ায় ছিলেন। মৃত্যুর তিন বছর আগে তিনি দেশে ফিরে আসেন। এরপর আবার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর গভীর রাত ৩টার দিকে শয়ন কক্ষ থেকে শাহজাহানের মৃতদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের ভাই দুলাল বেপারি (৫৮) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ১৭ সেপ্টেম্বর ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামরা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুনির হোসেন ২০১৪ সালের ২০ নভেম্বর নিহতের স্ত্রী, ছেলেসহ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
আইনজীবী বলেন, বিচারক সাজাপ্রাপ্ত সবাইকে ২০ হাজার করে জরিমানা করেছেন। এ ছাড়া চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
প্রিন্ট