রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
এদিন তার মতবিনিময় সভার দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের ঢল নামে যা ছিল চোখে পড়ার মত।
জানা গেছে, গতকাল গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের (ইউপি) সাগুয়ান ঘুন্টির মোড়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জননেতা এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব অধ্যক্ষ বিপ্লব, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপির সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, গোদাগাড়ী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম ফটিক সহ-সভাপতি তাজমিলুর
রহমান সেলি, পাকড়ী ইউপি বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, মোহনপুর ইউপি বিএনপির সভাপতি হেনা, গোদাগাড়ী উপজেলা ও গোদাগাড়ী ইউপি বিএনপির সহ- সভাপতি এনামুল হক চয়ন, গোদাগাড়ী উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মালেক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, রাজশাহী জেলা যুবদলের সদস্য নুর আলম, গোদাগাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুদ্দীন বাবু যুবনেতা, মিল্টন, নাহিদ মাসুদ, রাসেল, মনির, রানা মিটন, কাশেম মুসফিক আরিফ ও ছাত্রনেতা মোমিন জনি প্রমুখ।
প্রিন্ট