কুষ্টিয়ার খোকসায় মাছ চুরির অভিযোগে জসিম শেখকে পিটিয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে খোকসা বাস স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।
এসময় সচেতন নাগরিক সমাজ খোকসা ইউনিয়নের সভাপতি, মানবাধিকার কর্মী সহ অনেকে বক্তব্য রাখেন ও অপরাধীদের ফাঁসির দাবি সম্বলিত প্লেকার্ড উঠিয়ে বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য গত ১৫ জুন খোকসা উপজেলার রতনপুর গ্রামে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস, তার ছেলে ও ভাতিজারা মিলে মাছ চুরির অভিযোগে জসিম (৩০) নামে এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় নিহত জসিমের ভাই বাদী হয়ে খোকসা থানায় চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করে। খোকসা থানা পুলিশ চেয়ারম্যানের স্ত্রী জাহিদা ও ভাতিজা সালাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করে।
প্রিন্ট