প্রবাসীদের কল্যাণমূলক কাজ করার উদ্দেশ্যে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, রোম ইতালি গঠনকল্পে মার্কোনী এবং মন্তেভেরদে প্রবাসীর আয়োজনে আহ্বায়ক কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি একমাত্র আঞ্চলিক সংগঠন হিসেবে রোমের বিভিন্ন স্থানে ৫টি মতবিনিময় সভা করে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে ।
মতবিনিময় সভায় মোহাম্মদ আলী ভূইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রইস উদ্দিন রাকিব ও সাইদুল মাসুদের যৌর্থ সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, রোম ইতালির আহ্বায়ক আব্দুল কালাম সাইমন, সদস্য সচিব সামির হোসেন সাদেক এবং যুগ্ম আহ্বায়ক নুর আলম, জীবন উদ্দিন, জাহিদ হাসান সালাউদ্দিন, মানিক মিয়া, মোহাম্মদ ওবায়েদ, ফরহাদ মিয়া ও কামরুজ্জামান, সদস্য নাসির খান, জয় রাজ।
মতবিনিময় সভায় আহ্বায়ক আবুল কালাম সাইমন বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সকলের কাঙ্খিত কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, রোম ইতালির কার্যকরী কমিটির আংশিক ঘোষণা করা হবে।
এ সময় সামাজিক ব্যক্তিত্ব জসিম উদ্দিন সহ বক্তব্য রাখেন বাবুল, সবুজ, আমিন, স্বপন, মাকবুল, মাজহারুল, ফারুক, জহির, গাজী মাসুম, আল-আমিন, জান্নাতুল এবং সালাউদ্দিন আরো অনেকে।
বক্তারা বলেন, এই সংগঠন আগামী প্রজন্মের কাছে কেরানীগঞ্জ প্রবাসীদের পরিচিতি বহন করবে। আগামীতে স্বচ্ছতার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি নির্দলীয় এবং অরাজনৈতিক এই সংগঠন প্রবাসীদের দিবে কর্মসংস্থানের নিশ্চয়তা। এছাড়াও প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি ইতালিতে বাংলা কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে দিবে।
সংগঠনের উদ্যোক্তারা প্রত্যাশা করেন, অধিকার আদায়ের লক্ষ্যে এই সংগঠন থেকে আগামীতে ইতালির পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন পূরণ করবে।
এ সময় অসংখ্য মার্কোনী এবং মন্তেভেরদে বসবাসরত কেরানীগঞ্জ প্রবাসী উপস্থিত ছিলেন। সকলেই স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের শুভ কামনা জানান।
প্রিন্ট