ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যশোরের বকচরে চানাচুর কোম্পানির কর্মচারিকে গলাকেটে হত্যা

ছবিঃ প্রতীকী।

যশোরের বকচর এলাকায় মিলন মোল্লা (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের বকচর বকুলতলা এলাকায় রানী চানাচুর কোম্পানির কারখানার অভ্যন্তরে গরুর খামারের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিলন মণিরামপুর উপজেলার ঝালঝাড়া খালকান্দা গ্রামের আসমত আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিলন যশোর শহরের বকচর এলাকায় রানী চানাচুর কোম্পানির কারখানায় গরুর খামারে চাকরি করতেন এবং সেখানে গরুগুলোর দেখভাল করতেন। সোমবার সকালে কারখানার কর্মচারীরা তার ঘরে সাড়া না পেয়ে ভিতরে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান। তবে হত্যার কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য পায়নি।

 

নিহত মিলনের সহকর্মী তরিকুল ইসলাম জানান, রোববার রাত ১১টা পর্যন্ত তিনি এক নাইট গার্ডের সঙ্গে ওয়াজ মাহফিল শুনেছিলেন। পরে মিলন কোম্পানিতে এসে ঘুমাতে যান। সকালে এসে রক্তাক্ত অবস্থায় মিলনকে দেখতে পান।

 

রানী চানাচুর কোম্পানির একজন কর্মকর্তা বলেন, মিলন গত তিন বছর ধরে তাদের গরুর খামার দেখাশোনা করছিলেন এবং তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না। তিনি একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন।

 

নিহত মিলনের বাবা আসমত অভিযোগ করেন, তার ছেলে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন।

 

 

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, মিলন হত্যার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

যশোরের বকচরে চানাচুর কোম্পানির কর্মচারিকে গলাকেটে হত্যা

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :

যশোরের বকচর এলাকায় মিলন মোল্লা (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে শহরের বকচর বকুলতলা এলাকায় রানী চানাচুর কোম্পানির কারখানার অভ্যন্তরে গরুর খামারের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিলন মণিরামপুর উপজেলার ঝালঝাড়া খালকান্দা গ্রামের আসমত আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিলন যশোর শহরের বকচর এলাকায় রানী চানাচুর কোম্পানির কারখানায় গরুর খামারে চাকরি করতেন এবং সেখানে গরুগুলোর দেখভাল করতেন। সোমবার সকালে কারখানার কর্মচারীরা তার ঘরে সাড়া না পেয়ে ভিতরে গিয়ে গলাকাটা মরদেহ দেখতে পান। তবে হত্যার কারণ এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য পায়নি।

 

নিহত মিলনের সহকর্মী তরিকুল ইসলাম জানান, রোববার রাত ১১টা পর্যন্ত তিনি এক নাইট গার্ডের সঙ্গে ওয়াজ মাহফিল শুনেছিলেন। পরে মিলন কোম্পানিতে এসে ঘুমাতে যান। সকালে এসে রক্তাক্ত অবস্থায় মিলনকে দেখতে পান।

 

রানী চানাচুর কোম্পানির একজন কর্মকর্তা বলেন, মিলন গত তিন বছর ধরে তাদের গরুর খামার দেখাশোনা করছিলেন এবং তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না। তিনি একজন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন।

 

নিহত মিলনের বাবা আসমত অভিযোগ করেন, তার ছেলে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করে কান্নায় ভেঙে পড়েন।

 

 

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলাম, কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবুল আক্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, মিলন হত্যার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।


প্রিন্ট