কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকুকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব।
হত্যা মামলার প্রধান আসামি টুকু পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সোমবার (১৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তরিকুল ইসলাম টুকু দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদের ছেলে। গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে এলোপাতাড়ি গুলি করে প্রতিপক্ষের টুকু বাহিনীর লোকজন। ঘটনাস্থলে সেন্টু চেয়ারম্যান মারা যান।
এ ঘটনায় ১ অক্টোবর নিহত চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় টুকুকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি হিসেবে আরও ৮-১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার পলাতক আসামিরা হলেন— সোহাগ হোসেন (গিট্টু), রওশন, রাসেল, লালন, নাঈম, শামসের আলী গিট্টু, আল আমিন, হিমেল ও ইরাক। এরা টুকুর নেতৃত্বে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জানা গেছে।
প্রিন্ট