ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর Logo সদরপুরে শহীদ আব্দুল কাদের মোল্লার জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ Logo পাংশার মাছপাড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত Logo মাগুরাতে স্নাইপার টেলিস্কোপ ও ১০০ রাউন্ড গুলিসহ ৫ যুবক গ্রেপ্তার Logo কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পার্টির সমাবেশ অনুষ্ঠিত Logo চরভদ্রাসনে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু Logo বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন Logo সিএমকেএস ফরিদপুরের লক্ষিত জনগোষ্ঠিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত Logo যশোরে ‘প্রাচ্য আকাদেমি’র প্রতিষ্ঠাবার্ষিকী কাল, দিনব্যাপী কর্মসূচি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে কয়েক দফা সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দৌলতখালী গ্রামের জাহিদ হোসেন ও বিএনপি নেতা জিন্নাত আলী জিন্নাহর সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সোমবার সকাল ৮টার দিকে দৌলতখালী শওকত মোড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কাওছার আলী, কামরুল, জিন্নাহ ও জাহিদ হোসেনসহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়।

এ ঘটনার জের ধরে দৌলতখালী গোডাউনবাজারে নিজ চেম্বারে কর্মরত অবস্থায় পল্লি চিকিৎসক মন্টু ডাক্তারের ওপর হামলা চালায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেনের লোকজন। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

হামলার ঘটনার কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে দৌলতখালী গোডাউনবাজার এলাকার আজমত আলী সর্দার ও তার ছেলে সাগর হোসেন মোটরসাইকেলযোগে দৌলতখালী সর্দারপাড়ায় যাওয়ার পথে দৌলতখালী মাদ্রাসা মোড়ে তাদের ওপর হামলা চালায় জিন্নাত আলী জিন্নার লোকজন। হামলাকারীরা আজমত সর্দার ও তার ছেলে সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

গুরুতর আহত আজমত সর্দার (৫৫) ও তার ছেলে সাগর হোসেন (২৫) এবং পল্লি চিকিৎসক মন্টু ডাক্তারকে (৫২) উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পর দৌলতখালী গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতখালী গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর

error: Content is protected !!

দৌলতপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট টাইম : ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে কয়েক দফা সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দৌলতখালী গ্রামের জাহিদ হোসেন ও বিএনপি নেতা জিন্নাত আলী জিন্নাহর সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সোমবার সকাল ৮টার দিকে দৌলতখালী শওকত মোড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কাওছার আলী, কামরুল, জিন্নাহ ও জাহিদ হোসেনসহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়।

এ ঘটনার জের ধরে দৌলতখালী গোডাউনবাজারে নিজ চেম্বারে কর্মরত অবস্থায় পল্লি চিকিৎসক মন্টু ডাক্তারের ওপর হামলা চালায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেনের লোকজন। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

হামলার ঘটনার কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে দৌলতখালী গোডাউনবাজার এলাকার আজমত আলী সর্দার ও তার ছেলে সাগর হোসেন মোটরসাইকেলযোগে দৌলতখালী সর্দারপাড়ায় যাওয়ার পথে দৌলতখালী মাদ্রাসা মোড়ে তাদের ওপর হামলা চালায় জিন্নাত আলী জিন্নার লোকজন। হামলাকারীরা আজমত সর্দার ও তার ছেলে সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

গুরুতর আহত আজমত সর্দার (৫৫) ও তার ছেলে সাগর হোসেন (২৫) এবং পল্লি চিকিৎসক মন্টু ডাক্তারকে (৫২) উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পর দৌলতখালী গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান দৈনিক সময়ের প্রত্যাশা কে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতখালী গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।


প্রিন্ট