মা ইলিশ সুরক্ষার জন্য সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। দুপুরে রতনদিয়া ইউনিয়ন পরিষদ থেকে চাউল বিতরণ উদ্বোধন করেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আক্কাছ আলী, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইউনুস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক জানায়, এই কর্মসূচির আওতায় কালুখালী উপজেলার রতনদিয়া, কালিকাপুর ও সাওরাইল ইউনিয়নের ২শ৭৬ জন মৎস্যজীবীকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
প্রিন্ট