পাবনার চাটমোহর পৌরসভায় নতুন হাটের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১৪ জুন) সকালে চাটমোহর বাস টার্মিনালে এই হাটের উদ্বোধন করেন
পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো।
এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ,কর্মকর্তা-কর্ মচারী,রাজনীতিবিদ,সাংবাদিক,ব্ যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।
পৌরসভার এই নতুন হাটে গরু,মহিষ,ছাগল,পুরাতন মোটরসাইকেল,কাঁচা তরিতরকারি,সহ বিভিন্ন দ্রব্যসামগ্রী বেচাকেনা হয়। পৌর মেয়র নিজেও কিছু পণ্য ক্রয় করেন। সপ্তাহের প্রতি সোমবার এই হাট বসবে। হাটে আগত ব্যবসায়ীদের নানাবিধ সুবিধা প্রদানসহ কোন প্রকার টোল বা খাজনা আদায় করা হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রিন্ট