রাজশাহীর মোহনপুরে সাহাবুল ইসলাম (৪৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) সকালে মোহনপুর থানাধীন কেশরহাট গুপইল গ্রামের জনৈক মর্তুজার পটল খেতের ভেতর থেকে ওই ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়।তিনি মোহনপুর থানার অন্তর্গত গুপইল গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
পেশায় তিনি মাছ ব্যবসায়ী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) সকালে গুপইল গ্রামের নূর মোহাম্মদ সকালে তার ধান খেত দেখতে এসে সাহাবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি নিহতের পরিবারকে ও মোহনপুর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন এবং মোহনপুর থানার তদন্ত (ওসি) আছের আলী সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
মোহনপুর থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) আছের আলী জানান, নিহত সাহাবুলের পাশে দুটি বিষের বোতল পাওয়া গেছে। যাহার গায়ে অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানীর মারশাল ২০ইসি, লেখা ছিলো। মৃত সাহাবুলের নাক ও মুখ দিয়ে বিষের ফেনা যুক্ত দুর্গন্ধ বের হচ্ছিলো। তবে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
- আরও পড়ুনঃ e-Paper-10.10.2024
এ ব্যপারে মোহনপুর থানায় ইউডি (অপমৃত্যুর) মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।
প্রিন্ট