শিক্ষার পথে চলো, বন্ধু আমার, উপস্থিতির কোলে থাক সহপাঠী সকল সাথী। প্রত্যেকে গড়ুক এক সঙ্গে, জ্ঞান পোক্ত করে, উজ্জ্বল জীবন সাজুক। শিক্ষাঙ্গনে এসো, হাসি মুখে, একটি নতুন দিনের খোঁজে, করি চলো শুরু। বইখাতা হাতের মুঠোয়, স্বপ্নগুলো জাগুক, সবার মধ্যে গড়ে তুলুন, সজাগ বন্ধুত্বের ঢেউ।
ঝড়ঝাপটা এলে, দমবে না মন, কঠিন পথে আমরা, পার হবো সংগ্রাম। একসাথে আমরা, জোটবদ্ধ থাকতে, শিক্ষার আলোয় পা বাড়াও, হারাবো না হাল।
আসুন সবাই, মিলেই শিখি, জ্ঞান-বিজ্ঞানে উড়ান সপ্নের ডানা। সুন্দর ভবিষ্যতের প্রতীক্ষায়, আনন্দে, উজ্জ্বলতায়, রেখো তোমার আশা।
সবার জন্য রয়েছে, এই বিদ্যালয়, • এখানে গণনায়, হতে পারে উজ্জ্বল ভোর। শিক্ষার্থীর উপস্থিতি, বাড়ানো হবে, লক্ষ্যে পৌঁছাতে, আমরা মেতে উঠবো।
শিক্ষার পথে, মিলন করা যত, উদ্দেশ্যে চলে, ঝড়ে পড়া হবে হারানো। চলো, চলো এগিয়ে, আমরা সবাই, শিক্ষার আলোর পথে, চলব অনন্য ঐক্যতায়।
প্রিন্ট