রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে একজন মৎস্যজীবী নিহত হয়েছেন। বুধবার বেলা ২টার দিকে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক মৃত নবাব আলীর ছেলে এবং তিনি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ছিলেন। নিহতের ভাই কুদ্দুস মেম্বার জানান, দুপুরে রাজ্জাক পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ঘন বজ্রপাত শুরু হলে একটি বজ্র লেগে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়।
রাজ্জাকের পরিবারে ১ স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তিনি মৎস্যজীবী হিসেবে জীবিকা নির্বাহ করতেন। তার মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মৎস্যজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রিন্ট