ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নরসিংদী সিটি হাসপাতালে ১৮ ইঞ্চি ‘মব’ কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি Logo দৌলতপুরে থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি Logo শ্রেণিকক্ষে পানিঃ দৌলতপুরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা Logo সারাদেশে এনসিপির সাড়া দেখে বলা হচ্ছে নিবন্ধনের কাগজে ঝামেলা আছেঃ -হান্নান মাসউদ Logo মাদারিপুরে দু’টি বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬ Logo প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার মৃত্যুবার্ষিকীতে দোয়ার মজলিস Logo ইবি ছাত্রীকে মারধরের অভিযোগ বিক্ষোভ Logo গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু Logo চরভদ্রাসনে টানা বৃষ্টিতে কর্মহীন ভ্যান-রিকশাচালকদের মাঝে ত্রাণ বিতরণ Logo বাগাতিপাড়ায় লোকালয়ে দেখা মিললো বিরল কালো মুখ হনুমানের
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের কাউন্সিল না করে ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়।
মিছিলটি পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে বোয়ালমারী পৌরসদরের প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাজীব খান সজিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সুজন মোল্যা, শান্ত বিশ্বাস, মহিউদ্দীন মাহি, লোকমান হোসেন প্রমুখ।

জানা যায়, গত ১২ জুন ফরিদপুর জেলা ছাত্রলীগ  সৈয়দ মোরতূজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয় ফরিদপুর জেলা ছাত্রলীগ। এছাড়া, বোয়ালমারী পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে এক বছরের জন্য মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি, মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারণ সম্পাদক ও সাফাত ইসলাম বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়।
আংশিক গঠিত কমিটি ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগের ত্যাগী  নেতা-কর্মীরা হতবাক হয়েছেন। তারা ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন,  উপজেলা ছাত্রলীগের ত্যাগী, সক্রিয় নেতাদের বাদ দিয়ে সাবেক সাংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নির্দেশে তার অনুগতদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে, যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শবিরোধী এবং অবৈধ। বিবাহিত ও অছাত্র (ছাত্র নয় এমন)  দিয়ে এই কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি ভবিষ্যতে কার্যক্রম স্থবির হয়ে পড়বে।
জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাজীব খান সজিব বলেন, কাউকে কিছু না জানিয়ে উপজেলা ছাত্রলীগের এমন পকেট কমিটি উপজেলা ছাত্রলীগ চায় না। দ্রুত এই কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি এ কমিটিকে প্রতিহত করা হবে।
বিক্ষোভ সমাবেশে সাবেক সাংসদ আব্দুর রহমানের কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করা হলে পুলিশ তা কেড়ে নেয়। এ সময় ছাত্রলীগ কর্মীদের মধ্যে চাপাক্ষোভ সৃষ্টি হলেও শান্তিপূর্ণ ভাবে মিছিল ও সমাবেশ শেষ হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদী সিটি হাসপাতালে ১৮ ইঞ্চি ‘মব’ কাপড় পেটে রেখেই সেলাই, সংকটাপন্ন প্রসূতি

error: Content is protected !!

বোয়ালমারীতে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
এ.এস.এম. মুরসিদঃ :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের কাউন্সিল না করে ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়।
মিছিলটি পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে বোয়ালমারী পৌরসদরের প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাজীব খান সজিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সুজন মোল্যা, শান্ত বিশ্বাস, মহিউদ্দীন মাহি, লোকমান হোসেন প্রমুখ।

জানা যায়, গত ১২ জুন ফরিদপুর জেলা ছাত্রলীগ  সৈয়দ মোরতূজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয় ফরিদপুর জেলা ছাত্রলীগ। এছাড়া, বোয়ালমারী পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে এক বছরের জন্য মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি, মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারণ সম্পাদক ও সাফাত ইসলাম বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়।
আংশিক গঠিত কমিটি ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগের ত্যাগী  নেতা-কর্মীরা হতবাক হয়েছেন। তারা ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন,  উপজেলা ছাত্রলীগের ত্যাগী, সক্রিয় নেতাদের বাদ দিয়ে সাবেক সাংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নির্দেশে তার অনুগতদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে, যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শবিরোধী এবং অবৈধ। বিবাহিত ও অছাত্র (ছাত্র নয় এমন)  দিয়ে এই কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি ভবিষ্যতে কার্যক্রম স্থবির হয়ে পড়বে।
জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাজীব খান সজিব বলেন, কাউকে কিছু না জানিয়ে উপজেলা ছাত্রলীগের এমন পকেট কমিটি উপজেলা ছাত্রলীগ চায় না। দ্রুত এই কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি এ কমিটিকে প্রতিহত করা হবে।
বিক্ষোভ সমাবেশে সাবেক সাংসদ আব্দুর রহমানের কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করা হলে পুলিশ তা কেড়ে নেয়। এ সময় ছাত্রলীগ কর্মীদের মধ্যে চাপাক্ষোভ সৃষ্টি হলেও শান্তিপূর্ণ ভাবে মিছিল ও সমাবেশ শেষ হয়।

প্রিন্ট