কুষ্টিয়ার ভেড়ামারায় শারদীয় দুর্গোৎসবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, “যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। অপ্রত্যাশিত ঘটনার সূত্রপাত ঘটলে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভয়ের কোন কারণ নেই।”
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা চত্বরে আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার এসআই আবুল বাশার, ভেড়ামারা আনসার-ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার, এবং অন্যান্য কর্মকর্তাগণ।
- আরও পড়ুনঃ নোয়াখালী ফাউন্ডেশনের নতুন সভাপতি
তরুণ কুমার বলেন, “সনাতন ধর্মাবলম্বী মানুষ যাতে শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে, সে ব্যাপারে আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।”
প্রিন্ট