ঢাকা , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ‌রথ খোলা পতিতালয় থেকে উদ্ধার হল দুই তরুণীঃ পাচার চক্রের নারী পারু বেগমকে আটক করেছে পুলিশ Logo ঈশ্বরদীতে কোকেন ব্যবসায়ী আটক Logo নতুন করে পান বরজ নির্মাণ শুরু করেছেন পানচাষীরা Logo মৌসুমে আয় ১০ লাখ টাকাঃ স্ট্রবেরি চাষে সফল পাবনার কৃষক নজরুল ইসলাম Logo বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে মারপিট Logo পাংশায় পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার Logo মহম্মদপুরে বজ্রপাতে কোরআনের হাফেজ সহ দুই যুবকের মৃত্যু Logo দৌলতপুরের পদ্মার চর কৃষকের স্বপ্নের সমাহার Logo তানোরে টিসিবি উপকারভোগীদের জিম্মি করে কর আদায় Logo কুড়িগ্রামের অর্থনৌতিক স্থান পরিদর্শন করলেন ভূটানের রাজা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় ৩ হত্যাকারী এএসআই সৌমেন বরখাস্ত

কুষ্টিয়ায় গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় খুলনার ফুলতলা থানার সহকারী উপপরিদর্শক ( এএসআই) সৌমেন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে খুলনা রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয় গঠিত কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমেদ। অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খায়রুল আলম ও জেলা বিশেষ শাখার ডিআইও-১ শেখ মাসুদুর রহমান। গঠিত কমিটি সাত কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

রোববার দিবাগত রাতে খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, এএসআই সৌমেন রায় ছুটি না নিয়ে ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। ঘটনার পর জানতে পারি তিনি কুষ্টিয়ায়। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে পুলিশ সুপার তোফায়েল আহমেদকে। অন্য সদস্যরা হলেন—সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন ও কুষ্টিয়া ডিআইও-১ ফয়সাল হোসেন।

অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, দুই কার্যদিবসে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে।

রোববার (১৩ জুন) কুষ্টিয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। বেলা সোয়া ১১টার দিকে শহরের ৬ নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—এএসআই সৌমেনের স্ত্রী আসমা (২৫), তার আগের ঘরের ছেলে রবিন (৫) এবং পরকীয়া প্রেমিক শাকিল (২৮)। আসমা কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের নাতুড়িয়া গ্রামের আমির আলীর মেয়ে।

এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়কে আটক করেছে পুলিশ। তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ‌রথ খোলা পতিতালয় থেকে উদ্ধার হল দুই তরুণীঃ পাচার চক্রের নারী পারু বেগমকে আটক করেছে পুলিশ

error: Content is protected !!

কুষ্টিয়ায় ৩ হত্যাকারী এএসআই সৌমেন বরখাস্ত

আপডেট টাইম : ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১

কুষ্টিয়ায় গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় খুলনার ফুলতলা থানার সহকারী উপপরিদর্শক ( এএসআই) সৌমেন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে খুলনা রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয় গঠিত কমিটির সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমেদ। অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খায়রুল আলম ও জেলা বিশেষ শাখার ডিআইও-১ শেখ মাসুদুর রহমান। গঠিত কমিটি সাত কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

রোববার দিবাগত রাতে খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, এএসআই সৌমেন রায় ছুটি না নিয়ে ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান। ঘটনার পর জানতে পারি তিনি কুষ্টিয়ায়। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে পুলিশ সুপার তোফায়েল আহমেদকে। অন্য সদস্যরা হলেন—সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন ও কুষ্টিয়া ডিআইও-১ ফয়সাল হোসেন।

অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, দুই কার্যদিবসে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে।

রোববার (১৩ জুন) কুষ্টিয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। বেলা সোয়া ১১টার দিকে শহরের ৬ নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—এএসআই সৌমেনের স্ত্রী আসমা (২৫), তার আগের ঘরের ছেলে রবিন (৫) এবং পরকীয়া প্রেমিক শাকিল (২৮)। আসমা কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের নাতুড়িয়া গ্রামের আমির আলীর মেয়ে।

এ ঘটনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায়কে আটক করেছে পুলিশ। তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত।