শারদীয় দূর্গাপুজা উপযাপন উপলক্ষে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ৯ নং রুপাপাত ইউনিয়নের ১৫ টি মন্দিরের বিভিন্ন দায়িত্বশীলগণ, বিভিন্ন মসজিদে ইমাম, খতীব, মাদ্রাসা, স্কুল ও কলেজের প্রধানদের নিয়ে আইন শৃংখলা ও নিরাপত্তা বিয়ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে ৯ নং রুপাপাত ইউনিয়ন পরিষদ চত্বরে এ আয়োজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে ও ৯ নং রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা সোনা মিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ, রুপাপাত ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ শরফুদ্দিন, ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রীস ফকির, রুপাপাত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিলু মিয়াসহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতীব, স্কুল, মাদ্রাসা, কলেজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠানের শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান : মোঃ মিজানুর রহমান মোল্লা সোনা মিয়ার নিজ তহবিল থেকে ১৫ টি পুজা মন্ডপে নিরাপত্তা জোরদারের জন্য ১৫ টি সিসি ক্যামেরা উপহার তামগতদ এবং পাঁচজন হিন্দু গ্রাম্য পুলিশের মাঝেে পোশাক পরিচ্ছদ উপহার প্রধান করেন।
এসময় বক্তারা বলেন, আমরা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রেখে সবাই মিলেমিশে একসাথে বসবাস করবো।। এসময় সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট