ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা Logo রাজশাহীতে ব্যাবসায়ীদের নিয়ে বিভিন্ন অপরাধ দমন রোধে মতবিনিময় সভা Logo নিজেদের ভোটের অধিকার নিজেদের বুঝে নিতে হবেঃ -অমিত Logo কুষ্টিয়ার গড়াই নদীতে মিলল নারীর ভাসমান মরদেহ Logo চরভদ্রাসনে মৎস্য অফিসের মাঝিদের উপর স্থানীয় জেলেদের হামলা, থানায় অভিযোগ Logo নাবিল গ্রুপের মুরগি খামারের বর্জ্যে পরিবেশ দুষণ,খামার বন্ধের দাবি Logo স্থল পথে তৈরি পোশাক আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা Logo রূপগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান Logo দৌলতপুর ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার Logo ঢাকায় সমাবেশ উপলক্ষে কালুখালীতে যুবদলের প্রস্তুতি সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আবরার ফাহাদ: নৃশংসতার পাঁচ বছর

বুয়েটের তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ৫ বছর পূর্ণ হলো। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে, ভারতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় আবরারকে। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে কর্তৃপক্ষ আবরারের লাশ উদ্ধার করে।

 

আবরার ছিলেন বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার বাড়ি কুষ্টিয়ায়। হত্যার পর, তার বাবা মো. বরকত উল্লাহ ৭ অক্টোবর চকবাজার থানায় মামলা দায়ের করেন।

 

২০১৯ সালের ৫ অক্টোবর, ভারতের সাথে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে আবরার একটি ফেসবুক স্ট্যাটাস দেন। এরপর আসামিরা শেরে বাংলা হলের গেস্টরুমে সভা করে আবরারকে হত্যার সিদ্ধান্ত নেন। আবরার হত্যার দিন, তিনি কুষ্টিয়ায় ছিলেন এবং ৬ অক্টোবর বিকালে হলের দিকে ফেরেন।

 

হলে ফিরে, রাত ৮টার দিকে তৃতীয় বর্ষের ছাত্রলীগের নেতাদের মাধ্যমে ডেকে পাঠানো হয় আবরার ও তার কয়েকজন সহপাঠীকে। সেখানে তার মোবাইল নিয়ে ফেসবুক ও মেসেঞ্জার ঘেঁটে আবরারকে শিবিরের সাথে যুক্ত বলে অভিযোগ করা হয়। এই অভিযোগ অস্বীকার করায় আবরারকে মারধর করা শুরু হয়। কিছু সময় পরে, চতুর্থ বর্ষের ছাত্রলীগের নেতারা এসে আরও মারধর করেন।

 

মারধরের পর, আবরার অচেতন হয়ে পড়লে তাকে অন্য একটি কক্ষে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে দোতলা ও নিচতলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসার জন্য হল প্রভোস্ট ও চিকিৎসককে খবর দেওয়া হলেও, আবরার সেখানে প্রাণ হারান।

 

২০২১ সালের ৮ ডিসেম্বর, আবরার হত্যার মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ২০ জনের ফাঁসির আদেশ দেওয়া হয় এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। আপিল এখনও নিষ্পত্তি হয়নি। আবরারের মা রোকেয়া খাতুন এবং ছোট ভাই আবরার ফাইয়াজ দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।

 

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন পদাধিকারী সদস্য। ৫ আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং তাদের মধ্যে কয়েকজন এখনও পলাতক রয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা

error: Content is protected !!

আবরার ফাহাদ: নৃশংসতার পাঁচ বছর

আপডেট টাইম : ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :

বুয়েটের তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ৫ বছর পূর্ণ হলো। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে, ভারতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় আবরারকে। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে কর্তৃপক্ষ আবরারের লাশ উদ্ধার করে।

 

আবরার ছিলেন বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তার বাড়ি কুষ্টিয়ায়। হত্যার পর, তার বাবা মো. বরকত উল্লাহ ৭ অক্টোবর চকবাজার থানায় মামলা দায়ের করেন।

 

২০১৯ সালের ৫ অক্টোবর, ভারতের সাথে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে আবরার একটি ফেসবুক স্ট্যাটাস দেন। এরপর আসামিরা শেরে বাংলা হলের গেস্টরুমে সভা করে আবরারকে হত্যার সিদ্ধান্ত নেন। আবরার হত্যার দিন, তিনি কুষ্টিয়ায় ছিলেন এবং ৬ অক্টোবর বিকালে হলের দিকে ফেরেন।

 

হলে ফিরে, রাত ৮টার দিকে তৃতীয় বর্ষের ছাত্রলীগের নেতাদের মাধ্যমে ডেকে পাঠানো হয় আবরার ও তার কয়েকজন সহপাঠীকে। সেখানে তার মোবাইল নিয়ে ফেসবুক ও মেসেঞ্জার ঘেঁটে আবরারকে শিবিরের সাথে যুক্ত বলে অভিযোগ করা হয়। এই অভিযোগ অস্বীকার করায় আবরারকে মারধর করা শুরু হয়। কিছু সময় পরে, চতুর্থ বর্ষের ছাত্রলীগের নেতারা এসে আরও মারধর করেন।

 

মারধরের পর, আবরার অচেতন হয়ে পড়লে তাকে অন্য একটি কক্ষে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে দোতলা ও নিচতলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসার জন্য হল প্রভোস্ট ও চিকিৎসককে খবর দেওয়া হলেও, আবরার সেখানে প্রাণ হারান।

 

২০২১ সালের ৮ ডিসেম্বর, আবরার হত্যার মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ২০ জনের ফাঁসির আদেশ দেওয়া হয় এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। আপিল এখনও নিষ্পত্তি হয়নি। আবরারের মা রোকেয়া খাতুন এবং ছোট ভাই আবরার ফাইয়াজ দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।

 

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন পদাধিকারী সদস্য। ৫ আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং তাদের মধ্যে কয়েকজন এখনও পলাতক রয়েছে।


প্রিন্ট